কক্সবাজার সৈকত পরিষ্কার করলেন নোয়াখালী প্রেসক্লাবের সদস্যরা

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে এখন যেন পা ফেলারও জো-নেই, রাত-দিন সমানে লাখো পর্যটককে ভরপুর থাকছে কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত ৫ কিলোমিটার সৈকত এলাকা। মানুষের অবাধ ভ্রমণে সচেতনতার অভাবে সৈকতে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। যা দৃষ্টি কেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা নোয়াখালী প্রেস ক্লাবের সাংবাদিকরা।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে ‘আপনার সচেতনতায় গড়ে ওঠবে পরিস্কার-পরিচ্ছন্ন পর্যটন নগরী’ স্লোগানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করেন নোয়াখালী প্রেস ক্লাবের সাংবাদিকরা।
নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক লিয়াকত আলী খানের নেতৃত্বে ৩দিনের এই আনন্দ ভ্রমণে মোহাম্মদ সোহেল বাদশার উদ্যোগে আয়োজিত কক্সবাজার সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আপনারা আপনাদের অহমিকা ভেঙ্গে এই সৈকতের ময়লা-আবর্জনা যেভাবে নিজের হাতে পরিষ্কার করছেন, এতে এই সৈকত একদিনে পুরোপুরি পরিষ্কার না হলেও আপনাদের দেখে উপস্থিত পর্যটকরা এবং মিডিয়ার মাধ্যমে যারা জানবে, তাদের মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি হবে। নোয়াখালীর সাংবাদিকদের এমন মহতী কার্যক্রমে প্রশংসাও করেন পুলিশের এই কর্মকর্তা।
এসময় সাংবাদিক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে নোয়াখালী প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক লিয়াকত আলী খান, ভোরের কাগজের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল, সাপ্তাহিক চলতি ধারার সম্পাদক এমবি আলম, এশিয়ান টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মানিক ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, কালবেলার নোয়াখালী প্রতিনিধি মোজ্জামেল হোসেন বক্তব্য রাখেন।
কক্সবাজার সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক-প্রকাশক আমিরুল ইসলাম হারুন, যমুনা টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মুনতাসিম বিল্লাহ সবুজ, চ্যানেল আই নোয়াখালী প্রতিনিধি আলা উদ্দিন শিবলু, আনন্দ টিভির নোয়াখালী প্রতিনিধি নাজিম উদ্দিন মিলন, এটিএন নিউজ নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, দৈনিক আমার দেশ নোয়াখালী প্রতিনিধি আজাদুল ইসলাম, দৈনিক আমার সংবাদ নোয়াখালী প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, প্রতিদিনের সংবাদ নোয়াখালী প্রতিনিধি জুয়েল রানা লিটন, সাংবাদিক বিধান ভৌমিক, সাংবাদিক আবদুল মোতালেব, সাংবাদিক এম দিলদার উদ্দিন, সাংবাদিক শেহাব উদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সাংবাদিক নুর রহমান, সাংবাদিক ফারুক হোসেন, সাংবাদিক আরাফাত ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এমন প্রশংসনীয় উদ্যোগে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন সমুদ্র সৈকতে আসা পর্যটকরা। এসময় উপস্থিত অনেক পর্যটক এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।