নোয়াখালী দীপ উপজেলা হাতিয়ায় রবিবার (১৬ মার্চ) সকালে জাহাজমারা সেরাজুল উলুম আলিম মাদ্রাসায় এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের উপজেলা আমীর মাস্টার বোরহানুল ইসলাম এর সভাপতিত্বে শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা শুরা কর্ম পরিষদ সদস্য মাওলানা আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন জামায়াত সংগঠনের মনোনীত জাতীয় সংসদ সদস্য নোয়াখালী ৬ হাতিয়া আসনে প্রার্থী এডভোকেট শাহ মাহফুজুল হক, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন মিশকাত, অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ আবুল কাশেম, মাওলানা মোঃ নবির উদ্দিন, মাওলানা ফয়জুল বারী তায়ারীফ। জাহাজমারা ইউনিয়ন সভাপতি মাওলানা মাহবুবুর রহমান এর সঞ্চালনায় দিনব্যাপী শিক্ষা বৈঠকে বক্তারা বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজে সর্বদা নিয়োজিত।আমাদের এই প্রচেষ্টায় প্রত্যেকটি কর্মীকে তাকওয়াবান, ন্যয়পরায়ন ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে যোগ্য ও মানবিক হিসেবে গড়ে তুলতে পারলে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবেন। প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ডে ইউনিট বৃদ্ধি করতে হবে, যার মাধ্যমে দল কে শক্তিশালী করা যায়।বক্তার আরো বলেন, বিগত সময়ে স্বৈরাচারী শাসকের আমলে জামায়াতে ইসলামীর কর্মসূচিগুলো পালন করতে আমরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছি। এ সকল বাধাকে উপেক্ষা করেও আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করে এসেছি। বর্তমানে দেশে একটি শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এই শান্তির পরিবেশটিকে অরাজকতার পরিবেশে সৃষ্টি করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। শিক্ষা বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়, ইউনিট, ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।