৫ এফ্রিল ২০২৫ রাত সাড়ে ৩ টায় নোয়াখালী পৌরসভা এলাকার উত্তর সোনাপুর আহামদিয়া হাই স্কুল মোড়ে ভয়াবহ আগুনে ৫ টি দোকান পুড়ে ছাঁই হয়েছে। আগুনের সূএপাত রেল লাইনের পাশে মিলনের হোটেল দোকান থেকে বলে জানা গেছে,,,,
। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে একের পর এক এক করে ভান্ডারি মিজানের দরবার বেডিং, চা দোকানদার শাহীনের,, রাজু রাশেদের এবং পাইপ খোকনের দোকান ও মিলনের হোটেল দোকান পুড়ে ছাঁই হয়েছে। ফ্রিজ, টিভি সহ ব্যবসায়ীদের কোনো মালামাল আগুনের হাত থেকে রক্ষা করা যায়নি। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের ধারনা প্রথমে হোটেল মিলনের দোকানে শত্রুতা বশতঃ কেহ অকটেন বা প্রেট্রোল ঢেলে মেজেতে আগুন ধরিয়ে দেয়। কেননা প্রত্যক্ষদর্শীরা প্রথমে মিলনের হোটেল দোকানের মেজেতে দাউ দাউ, করে আগুন জ্বলতে দেখে,,,,,জানিয়েছে,,,।। ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানদার দের সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। তবে ফায়ার সার্ভিসের আসতে দেরি হওয়ায় সকল কিছু পুড়ে ছাঁই হয়েছে বলে ব্যবসায়ীরা।