শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৯ টায় হাতিয়া পৌরসভাস্হ চরকৈলাস হাদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা হলে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত দায়িত্বশীল সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর হাতিয়া উপজেলা আমীর মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও নির্বাচন পরিচালক বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য আঞ্চলিক নির্বাচন বিভাগ নোয়াখালী জেলা সাবেক আমীর মাওলানা আলাউদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী দেলোয়ার হোসেন, হাতিয়া উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ইদ্রিস, উপজেলা সেক্রেটারী মাওলানা নুর উদ্দিন মেশকাত, পৌর আমীর মাওলানা তাওফিকুল ইসলাম, সংগঠনের পক্ষে মনোনীত হাতিয়া আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাহফুজুল হক।
জেলা কর্ম পরিষদ সদস্য ও হাতিয়া উপজেলা তদারককারী মাওলানা আবু তাহের এর সঞ্চালনায় বক্তারা বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৬ বছরের
দুর্নীতি,গুম,খুন,লুটপাট হাসিনার তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনারের নামে যুদ্ধ অপরাধ মামলায় অসংখ্য বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীদের পরিকল্পিতভাবে ফাঁসি,হত্যাকাণ্ড,গুম,খুন,মিথ্যা মামলার আসামি করে ইসলাম প্রচারে বাধা, মাহফিল বন্ধ করে দেওয়া অসংখ্য অপরাধের চিত্র তুলে ধরে আগামীতে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্য থাকার আহ্বান জানান, আগামী নির্বাচনে সর্বস্তরের জনগণকে নিয়ে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।