বৃহস্পতিবার (২২ মে) সকল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মং এছেন। হাতিয়া থানা তদন্ত ওসি খোরশেদ আলম,বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম,কোস্ট গার্ড ককর্মকর্তা আশ্রাফুল আলম,নৌবাহিনী কর্মকর্তা আসাদুজ্জামান,মাধ্যমিক শিক্ষা অফিসার ছাইফুল মালেক,কৃষি অফিসার আবদুল বাসেত সবুজ, হাতিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি,এম ইব্রাহীম সাংবাদিক ইফতেখার হোসেন তুহিন, হাতিয়া প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি আমির হামজা। এছাড়া বিএনপি,বাংলাদেশ জামায়াতে ইসলামী,খেলাফত আন্দোলন, এন,সি পি ও বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন সভায় উপস্থিত ছিলেন।
সভাপতি পর্যায়ক্রমে সভায় উপস্থিত সকলের মতামত প্রকাশ করার জন্য অনুরোধ করেন।
বক্তারা হাতিয়ার আইনশৃঙ্খলা,মাদকদ্রব্য, খাবারে বিষ মিশিয়ে চুরি-ডাকাতি চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ প্রবণতা বিষয়ে বক্তব্যে তুলে ধরেছেন। সভার সভাপতির বক্তব্যে ইজাদার দের উদ্দেশ্যে বলেন,আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর হাট মানুষের চলাচলের রাস্তায় না রেখে বাজারের বাহিরে রাখার পরামর্শ দিয়েছন। তিনি আরো বলেন হাতিয়ার নৌ-পথে যাত্রীদের জেলাসদরে অফিস কার্যক্রমের সুবিদার্থে প্রতিদিন সকালে সিট্টাক হাতিয়া নলচিরা ঘাট থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাবে,একই দিন দুপুর একটার পর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসবে।