দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সকল ধরনের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষে ঘাটে গিয়ে নৌ-পুলিশের সদস্যরা এই আদেশ দেন। এর ফলে বন্ধ রয়েছে উপজেলার নলচিরা- চেয়ারম্যান, নলচিরা চট্টগ্রাম, তমরদ্দি ঢাকা রুটে যাত্রী পারাপার।
সকাল থেকে নৌ-পুলিশের সদস্যরা নলচিরা ঘাটে দায়িত্ব পালন করতে দেখা যায়। ঘাটের ছোট ছোট নৌযান গুলোকে নিরাপদে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দেন তারা।
এদিকে হাতিয়াতে সকাল থেকে আকাশ মেঘলা হয়ে অন্ধকার নেমে এসেছে। মাঝে মধ্যে বৃষ্টি হতে দেখা গেছে। সাগর খুবই উত্তাল রয়েছে। উপজেলা প্রশাসনসরে পক্ষ থেকে সকল ধরনের মাছধরা ট্রলারকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন বলেন, হাতিয়া উপজেলা তিন নং সতর্ক সংকেতের আওতায় আছে। এজন্য নৌ-যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আদেশ বলবত থাকবে।
আমির হামজা,হাতিয়া, নোয়াখালী
২৮-০৪-২০২৫
০১৭১৫৮০৮৪৯৬