হাতিয়া উপজেলায় পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ প্রীতি অনুষ্ঠান ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে স্থানীয় চরকৈলাশ হাদিয়া মাদ্রাসা হলরুমে এই সভা হয়েছে।
হাতিয়া পৌরসভা জামায়েতের আমির মাওলানা তাওফীকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়েতের আমির মাওলানা বোরহানুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা জামায়েতের নায়েবে আমির মাওলানা ইদ্রিস, নোয়াখালী-৬ হাতিয়া থেকে জামায়েত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ মো: মাহফুজুল হক, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাব্বির আহম্মেদ তাফসীর। এসময় উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৫শতাধিক কর্মী সমর্থক।
সভার শুরুতে বক্তারা নিজেদের সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেন। সভার এক পর্যায়ে প্রধান অতিথি উপজেলা জামায়েতের আমির মাওলানা বোরহানুল ইসলাম আগামী পৌরসভা নির্বাচনের দলের মনোনীত প্রার্থীন নাম ঘোষনা করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক সাব্বির আহম্মেদ তাফসীরকে প্রার্থী হিসাবে এই ঘোষনা দেন। তাফসীর হাতিয়ার সাবেক অধ্যক্ষ মাওলানা মহি উদ্দিনের ছেলে। এসময় জামায়েতের কর্মী সমর্থকরা স্লোগান দিয়ে সমর্থন দেন।
পরে নোয়াখালী-৬ হাতিয়া থেকে জামায়েত ইসলামীর আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ মো: মাহফুজুল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জি এম ইব্রাহিম,সহ সভাপতি আমির হামজা সহ সভাপতি আক্তার হোসেন,সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কেফায়েতুলল্যাহ, সাংগঠনিক সম্পাদক ১ জিল্লুর রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক ২ তাজুল ইসলাম তছলিম, সিনিয়র সাংবাদিক ইফতেখার হোসেন তুহিন,ইসমাইল হোসেন কিরন, কোষাধ্যক্ষ জাকের হোসেন, নির্বাহী সদস্য ছাইফুল ইসলাম জিহাদ,মিরাজ উদ্দিন,ছাইফুল মাসুম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন
পৌরসভা জামায়েতের আমির মাওলানা তাওফীকুল ইসলাম। হাফেজ মিজানুর রহমান,মাওলানা বাবর উদ্দিন। ব্যবসায়ী আব্দুল কাদের।
আমির হামজা
হাতিয়া নোয়াখালী
০৮-০৬-২০২৫