নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ফখরুলের উদ্যোগে ১৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নোয়াখালী জেলা শাখার সভাপতি সাবের আহাম্মেদর সম্মানার্থে অশ্বদিয়া ছাত্রদলের সভাপতি ফখরুলের নেতৃত্বে ২ শতাধিক ছাত্রদলের নেতাকর্মী নিয়ে একটি র্যালি উদযাপন করেন ছাত্রদল।র্যালি টি অশ্বদিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে প্রতিক্ষণ করে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশে বর্ষপূর্তি র্যালি অনুষ্ঠিত হয় ।নোয়াখালী জেলাতে এবার বিভিন্ন রূপে জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের নেতৃত্বে পালন করা হয়। এরই ধারাবাহিকতায় অশ্বদিয়া ইউনিয়নে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির সম্মানার্থে অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলামের উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের পক্ষে ৪৫ তম বর্ষপূর্তি ও র্যালি অনুষ্ঠিত হয়।