গ্লোবাল নেশন ঢাকা, বাংলাদেশের খ্যাতনামা সাহিত্য সংগঠন কবি সংসদ বাংলাদেশ আয়োজিত ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সেরা লেখক সম্মাননা পেয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক শাম্মী তুলতুল।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত ২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলা প্রাঙ্গণে। বিকেল তিনটা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলে এই বর্ণাঢ্য আয়োজন।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম তামিজি ও তৌহিদুল ইসলাম কনক — যিনি কবি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্যবৃন্দ ও বহু গুণীজন অতিথি।
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর কবি সংসদ বাংলাদেশ তাদের গৌরবময় ২৭ বছর পূর্ণ করে। আর সেই উপলক্ষেই আয়োজন করা হয় এই উৎসবমুখর প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা অনুষ্ঠান।
সেরা লেখক হিসেবে সম্মাননা পেয়ে শাম্মী তুলতুল বলেন — “প্রতিটি সম্মাননার পেছনে থাকে প্রতিভার যুদ্ধ, লড়াই আর সংগ্রাম। তাই সংগ্রামের পর অর্জিত সম্মাননার অনুভূতি সবসময়ই আলাদা, অন্যরকম। আর সেরা মানেই অনন্যা।আমি কবি সংসদ বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, শাম্মী তুলতুল বাংলাদেশের একজন জনপ্রিয় শিশু ও কথাসাহিত্যিক। ছোটবেলা থেকেই তিনি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। ভারত ও বাংলাদেশ মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা বর্তমানে ১৬টি। আমরা দোয়া করি এগিয়ে যাওয়ার জন্য।