নোয়াখালী জেলা বিএনপি’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় , খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১ ডিসেম্বর) বিকেলে জেলা শহর মাইজদী বড় মসজিদ মাঠে জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালন প্রধান অতিথি বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান এ কোরআন খতমে কুরআন ও দোয়া মাহাফিলে অংশগ্রহণ করেন। সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, অঙ্গসংগঠনেরনেতাকর্মীরা
কুরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন,সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম, প্রধান অতিথি সদর সুবর্ণচর ৪ আসরের ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান বলেন এই মুহূর্তে দেশনেত্রী গণতন্ত্রের মা সুস্থ হয়ে আমাদের মাঝে থাকার বেশি দরকার। তিনি মোনাজাতে কান্না বিজারিত চোখে আল্লাহর দরবারে দোয়া করেন দেশনেত্রীর সুস্থতা জন্য।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সদস্য আব্দুল মতিন, শহীদ উল্লাহ কিরণ , এ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ, আমিনুল ইসলাম শাহীন, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ছাত্রদলের সভাপতি আজগরউদ্দীন দুখু, সাধারণ সম্পাদক আব্দুল মনায়ম মুন্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জিএস হারুনসহ জেলা উপজেলা পৌরসভা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী দোয়ায় অংশগ্রহণ করেন।
দোয়া ও কুরআন খতম মাহাফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা জামে মসজিদের খতিব।