(গোপালগঞ্জ)সারা দেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) সকালে, মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাছনাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফায়েক আলী মোল্লা, সরকারী মুকসুদপুর কলেজের প্রভাষক ড. কবির উদ্দিন আহমেদ, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মোল্যা, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমোদ মোল্লা প্রমূখ।আলোচনা সভার পূর্বে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে, উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুকসুদপুর থানা, সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিয়া জসিমউদদীন উচ্চ বিদ্যালয়।