চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও বীর শহীদ পুলিশ সদস্য’সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি (অ্যাডিশনাল আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবিব পলাশ’র নেতৃত্বে হালিশহর চট্টগ্রাম জেলা পুলিশ লাইনস্হ মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিস্তম্ভতে পুষ্পস্তবক নিবেদনের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (এডমিন ফিন্যান্স) মো.নাজিমুল হক, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) মো. নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) রওশন আরা প্রমূখ। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা দোয়া মোনাজাত করা হয়।