নোয়াখালী সদর উপজেলাতে
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
২ডিসেম্বর- মঙ্গলবার নোয়াখালী সদর উপজেলার ২নং দাদপুর বাজারে ইউনিয়ন শাখা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে নুরুল আমিন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সদর উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সলিমুল্লাহ বাহার হিরন, সদস্য সচিব বিপি জসিম, সদর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী ও সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শামসুদ্দোহা মিঠু এ্যাডভোকেট কাজী কবির।সদর উপজেলা তাতীদলের সভাপতি মোঃ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ ভাবে দোয়া করা হয়েছে। দোয়ার আয়োজনে ২নং দাদপুর ইউনিয়ন শাখা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীসমর্থকদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।