1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোনাইমুড়ি উপজেলা বিএনপির সভাপতির মৃত্যু | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের নানার বাড়ি থেকে প্রেমিকার মরদেহ উদ্ধার নোয়াখালীতে লাঠিখেলা-লোকগানে বিএনপির ৩১ দফা প্রচার শুভ জন্মদিন বিএনপি নেতা হারুনুর রশিদ আজাদ নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজপথে সাংবাদিক সমাজ কর আইনজীবী ফোরামের সভাপতি এসএম নিজাম সাধারণ সম্পাদক জসিম ২১ সদস্য কমিটি ঘোষণা। বেগমগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন নোয়াখালীতে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪ নোয়াখালীতে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা নোয়াখালীতে বিএনপি নেতার উদ্যোগে সড়ক সংস্কার নোয়াখালীতে হত্যা মামলায় বিএনপি নেতাকে ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে বিক্ষোভ

সোনাইমুড়ি উপজেলা বিএনপির সভাপতির মৃত্যু

মোঃ ইদ্রিস মিয়া
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৭ বার
 সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল (৬৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকার বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “আনোয়ারুল হক কামালের মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী মরহুম আনোয়ারুল হক কামাল নোয়াখালী জেলা ও সোনাইমুড়ী উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে নোয়াখালী জেলা ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। জনপ্রতিনিধি হিসেবে এলাকায় তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো.শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন পৃথক শোকবার্তায় নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সোনাইমুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম আনোয়ারুল হক কামালকে জাতীয়তাবাদী রাজনীতির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে নোয়াখালী জেলা ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল জুমার নামাজের পর উপজেলার মারজানুল উলুম মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট