ছবি সংগ্রহ করা
কতবার, কত বছর জেল খেটেছেন খালেদা জিয়া? দীর্ঘজীবনে কত নির্যাতন সহ্য করেছেন ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত খালেদা জিয়া খালেদা জিয়া জীবনের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হন। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২ জুলাই থেকে যুদ্ধের শেষ দিন পর্যন্ত তিনি সেনানিবাসে বন্দী ছিলেন।জিয়াউর রহমান শহীদ হওয়ার পর ১৯৮১ সালে সেনানিবাসের বাড়িতে তাঁকে কিছুদিন গৃহবন্দী রাখা হয়েছিল। ‘ওয়ান-ইলেভেন’ নামে আলোচিত কালপর্বে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে প্রথমে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়িতে গৃহবন্দী করা হয়। পরে সেখান থেকে সংসদ ভবনের একটি বাড়িকে সাবজেল ঘোষণা করে এক বছর সাত দিন তাঁকে কারাবন্দী রাখা হয়। মিথ্যা দুর্নীতির দুই মামলায় সাজা দিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে। দুই বছরের বেশি সময় বন্দী ছিলেন সাবেক এ প্রধানমন্ত্রী।২০২০ সালের ২৫ মার্চ তৎকালীন সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। হাসানা বালুর ট্রাক রাস্তা বন্ধ করে দিয়ে বাড়ি থেকে বের হতে দেয়নি। স্বৈরাচার ইরশাদ আপোষহীন দেশনেত্রী কে জেলে আটক করে রাখা। লেখাটি দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়ি তাই অনেক কিছু ভুলে লেখতে পারিনি ক্ষমা করবেন।