২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করে ছেলে তাহসীন হোসেন (১৫)। আর সাবেক প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পদদলিতের প্রাণ হারান তার স্বামী এবং নিরব হোসেন বাবা (৫৬)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে পঙ্গু ছেলে ও স্বামীর মরদেহ নিয়ে পটুয়াখালীর গ্রামের বাড়িতে ফেরেন তাহেরা বেগম (৪০)। সংসারের একমাত্র উপার্জনকারী স্বামীকে হারিয়ে ও পঙ্গুত্ব বরণ করা সন্তানকে নিয়ে গভীর অসহায়ত্বে বাকরুদ্ধ তাহেরা বেগম । শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা তাহেরা বেগমের চোখে ফুটে উঠছে নিঃস্ব জীবনের বেদনা।