কবিতাঃ”আমার ইচ্ছে করে”
কলমেঃজেসমিন ইসলাম
@followers @highlight #poem
🌿🍀🌿🍀🌿🍀🌿🍀🌿🍀🌿🌿🍀🌿🍀
আমার ইচ্ছে করে বসন্তের ফুলের মেলায়
প্রজাতির মত বেড়ায় ——!
ডানা মেলে উড়ে যাবো, আমি প্রকৃতির দেশে ।
আমি ভোরের মৃদু-মন্দ হাওয়ায় শরীর জুড়াবো
অচেনা প্রকৃতিটার চির চেনা ছবি এঁকে নেবো
আমার মনের রং তুলিতে —-!
আমি দুরন্ত বাতাসের সাথে ফিসফিস
করে গল্প করব !
প্রকৃতি আমায় তুমি, তোমার মাঝে আপন কর।
প্রকৃতি তুমি পাখ পাখালীর ভালবাসায় ঘেরা
শুকনো পাতার মর্মর মর্মর শব্দ কানে বাজে।
লতায় পাতায় জড়ানো তরুর কানে গান
শুনিয়ে যায় পাখিরা —-
মনটা আমার ভরে ওঠে দখিনা বাতাসে ।
সারাটি দিন তোমার স্পর্শ নিতে আমার ইচ্ছে করে
শরতের নীলাকাশ পানে চেয়ে থাকি আপন মনে ।
এক সময় নীরব সন্ধ্যা নামবে কুয়াশার চাদরে
আবৃত্ত করে অনাগত ভালোলাগা
বৃষ্টি হয়ে ভিজিয়ে দিবে আমার ভাঙা হৃদয় ।