বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে সোমবার দ্বি-বার্ষিক সম্মেলন উপজেলার দারুল আইতাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাওঃ কামাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা সেক্রেটারী অধ্যাপক, মোঃ রিদওয়ানুল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন,নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সেক্রেটারী মাওঃ জিয়াউল হক ফয়সাল, শ্রমিক কল্যাণ উপদেষ্টা হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাস্টার মোঃ বোরহানুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ এ,কিউ,এম ইদ্রিস, শ্রমিক কল্যাণ উপদেষ্টা পৌরা আমীর মাওঃ তাওফিকুল ইসলাম। সভায় আগামী ২০২৫ সাল শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতিয়া উপজেলা সভাপতি মাওঃ কামাল উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মাওঃ ওমর ফারুক নির্বাচিত হয়।