#২১ নভেম্বর ২০২৫ জাতী সরাসরি দেখেন “সেনাবাহিনীদের অনুষ্ঠানে। ২৩ নভেম্বর ২০২৫ এভার কেয়ার হাসপাতালে ভর্তি অবস্থায় ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬ টায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। দলীয় সূত্রে জানা গেছে ৭ দিনের শোক পালন জেলা বিএনপি’র অফিস গুলোতে শোক বই’ কুরআন তেলোয়াত। কালো পতাকা ও নেতা কর্মীরা কালো ভেজ লাগানো ঘোষণা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ যেন এতিম হয়েগেলম জাতী এতিম হয়েগেল। ফেনী ১ আসন থেকে ৫ বার নির্বাচিত হয়েছেন দেশের ৩ বার প্রধানমন্ত্রী ছিলেন। ৬ বার জেল খাটীয়েছন ফ্যাসিবাদী হাসিনা ২০ মামলা দিয়েছে তার পরো তিনি দেশ ও জাতিকে ছেড়ে কোথায়ও যাননি। দেশ নেত্রীর আজ মহাপ্রয়াণ। উনার মূত্যূতে ফেনী ও বগুড়া জেলা দেশের জনগণ কাঁদছে।